ইউনিয়ন পরিষদের কার্যাবলী
Ø বাধ্যতামুলক কাজ- ১০ টি
Ø ঐচ্ছিক কাজ সমূহঃ
১. জনপথ ও রাজপথ ব্যবস্থা ও রক্ষনাবেক্ষন করা।
২. সরকারী স্থান, উন্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠ এর ব্যবস্থা ও রক্ষনাবেক্ষন করা।
৩. জনপথ, রাজপথ ও সরকারী স্থানে আলো জালানো।
৪. সাধারনভাবে গাছ লাগানো ও নরক্ষন বিশেষভাবে জনপথ, রাজপথ ও সরকারী জায়গায় গাছলাগনো ও সংরক্ষন।
৫. কবরস্থান, শ্মশান ঘাট,জনসাধারনের সভা স্থান ও জনসাধারনের অনান্য সম্পত্তির রক্ষনাবেক্ষন ও পরিচালনা।
৬. পর্যটকদের খাকার ব্যবস্থ ও তা সংরক্ষণ।
৭. জনপথ, রাজপথ ও সরকারী স্থান নিয়ন্ত্র ও অনধিকার প্রবেশরোধ করা।
৮. জনপথ, রাজপথ ও সরকারী স্থানী উৎপাত ও তার কারণ বন্ধ করা।
৯. ইউনিয়ন পরিচ্ছন্নতার জন্য নদী,বন ইত্যাদি তত্ত্ববধান, স্বাস্থ্যকর ব্যবস্থার উৎকর্ষ সাধন এবং অনান্য ব্যবস্থ গ্রহন।
১০.গোবর ও রাস্তার আবর্জনা সংগ্রহ, অপসারন ও বাস্তবায়ন নিশ্চতকরণ।
১১. অপরাধমোলক ও বিপথজনক ব্যবসা নিয়ন্ত্রন করা।
১২.মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রন করা।
১৩.পশু জবাই নিয়ন্ত্রন করা।
১৪. ইউনিয়ন এলাকায় দালান নির্মাণ ও পুন নির্মাণ নিয়ন্ত্রন করা।
১৫.বিপজ্জনক দালান ও সৌধ নিয়ন্ত্রন।
১৬.কুয়া, পানি তোলার কল, জলাধার, পুকুর এবং পানি সরবরাহের অনান্য কাজের ব্যবস্থাকরণ ও সংরক্ষন।
১৭.খাবার পানির উৎস দূষিত করন রোধের জন্য ব্যবস্থ গ্রহণ।
১৮.জনস্বাস্থ্যেও জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কহপ, পুকুর বা সরবরাহের পানি ব্যবহার অনান্য স্থানে নিষিদ্ধ করন।
খাবার পানির জন্য সংরক্ষিত কহপ পুকুর বা পানি সরবরাহের অনান্য স্থানেবানিকট বর্তী স্থানে গোসল, কাপড় কাঁচা বা পশুর গোছল নিষিদ্ধকরণ বানিয়ন্ত্রণ করা।
বিভিন্ন সমস্যার সমাধান, গ্রাম আদালত, শালিস, উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, সরকারের পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন, বিভিন্ন সেবা প্রদান, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদসহ বিভিন্ন প্রত্যয়নপত্র প্রদান, নিরাপদ পানিসরবরাহ, শিক্ষা কার্যক্রম পরিচালনা, আইন-শৃঙ্খলা রক্ষা, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট নির্মাণ ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস