বড়ইবাড়ী আদর্শ ডিগ্রী কলেজটি গাজীপুর জেলাধীন কালিয়াকৈর উপজেলার অন্তর্গত ২নং চাপাইর ইউনিয়নের বড়ইবাড়ী গ্রামে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার পথ সুগম করতে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ সর্বজনাব ডঃ মোঃ আবুল কাশেম, মোঃ খোরশেদ আলম, মোঃ শফিউদ্দিন আহমেদ, মোঃ শওকত ইমরান সহ এলাকার সর্বস্তরের জনসাধারনের আন্তরিক প্রচেষ্টায় এই কলেজটি প্রতিষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ১৯৯৫-১৯৯৬ শিক্ষাবর্ষ হতে একাদশ শ্রেণী খোলার সাময়িক অনুমতি এবং ২০০১ সালে প্রথম অস্থায়ী স্বীকৃতি প্রদান করে। কলেজটি ০১/০৫/২০০২ তারিখে প্রথম এমপিও-ভুক্ত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক(পাস) শিক্ষা কার্যক্রমে ২০১০-২০১১ শিক্ষাবর্ষ হতে বি.এ এবং ২০১১-২০১২ শিক্ষাবর্ষ হতে বি.এস.এস(পাস) প্রথম সাময়িক অধিভুক্তি প্রদান করে। বর্তমানে কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা ও স্নাতক (পাস) শিক্ষা কার্যক্রমে বি.এ এবং বি.এস.এস(পাস) কোর্স চালু আছে। কলেজে বর্তমানে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫২৫ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস